আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৫৩ শতাংশ নারী ভোটারদের বাড়ি থেকে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত করে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উপজেলার পাইকপাড়া ও হোসেনপুর ইউনিয়নে দিনব্যাপী নৌকার পথসভায় এ আহ্বান জানান তিনি।

এসময় কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে সাধারণ ভোটারদের প্রতি আহবান জানিয়ে শাজাহান খান আরো বলেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ফরিদপুর থেকে বরিশাল মহাসড়ক ফোরলেনে উন্নিত হবে। এবং দেশে ১০০ শিল্প অঞ্চলের মধ্যে রাজৈরেও একটা শিল্পাঞ্চল করার পরিকল্পনা রয়েছে। এ উপজেলায় নারী ভোটারদের সংখ্যা বেশি। তাই তাদেরকে ভোট প্রদানের জন্য সহযোগিতা করবেন।

পথসভায় শাজাহান খানের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহাবুদ্দিন শাহ, যুগ্ম-আহবায়ক আ ফ ম ফুয়াদ, ফরিদা হাসান পল্লবী, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা, সাবেক জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

বার্তাবাজার/এম আই