কিশোরগঞ্জের তাড়াইলে অবৈধ ঔষধ গুদামজাত ও বিক্রির উদ্যেশ্যে দোকানে রাখার দায়ে দুই ব্যাবসয়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা শারমীন এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঔষধ বিক্রেতা অমিত মেডিকেল হল এ অভিযান চালিয়ে বিক্রয়যোগ্য নহে এরকম বিপুল পরিমাণ দেশি বিদেশি ঔষধের স্যাম্পল উদ্ধার করেন। এ সময় অমিত মেডিকেল হলের স্বত্বাধিকারী লিটন পাল সদুত্তর দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালত ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে একই সময়ে একই এলাকার বন্ধু মেডিকেল হল এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একই অপরাধে ঔষধ জব্দসহ মালিক রাজু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার,ইউএনও অফিসের নাজির মোঃ তাইজুল ইসলাম এবং নিরাপত্তা ফোর্স।

উপজেলা সহকারী কমিশনার রওশনা জাহান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ লংঘনের অপরাধে দুই ব্যাবসয়ীকে জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ঔষধ সরকারি সুবিধাভোগী উপজেলার বিভিন্ন আবাসনের গরীব রোগীদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লের চিকিৎসকের সহযোগীতায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।

বার্তাবাজার/এম আই