ঢাকার সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে খাস ফসলি জমির মাটি খনন করে সরকারি খালের একাংশ অবৈধভাবে দখল করে ভরাট করে আসছিলো একটি চক্র। এলাকাবাসীর এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে দখল করা সেই খাল অবমুক্ত করেছেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুর রহমান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে, গতকাল বুধবার শিমুলিয়া ইউনিয়নের বড় রাঙামাটি শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন তিনি।

এবিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে মধ্যপাড়া খালের এই অংশটি অবমুক্ত করা হয়। তবে এ কাজে জড়িত কাউকে না পেয়ে মামলার আওতায় আনা সম্ভব হয়নি।

অভিযান চলাকালে আশুলিয়া থানার পুলিশ সফস্যদের পাশাপাশি ভূমি অফিসের বিভিন্ন কর্মচারী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই