ঢাকার সাভারে রাস্তা অবরোধ করে শোভাযাত্রা করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকা- ১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সাইফুল ইসলামের কর্মীরা রাস্তা অবরোধ করে শোভাযাত্রা করে। এই কারণে শোভাযাত্রায় অংশ নেওয়া তিনটি ট্রাককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এধরণের অভিযান চলমান থাকবে।

ভ্রাম্যমান আদালত চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই