টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।
এতে অংশ নেয় প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি ও দেশরূপান্তর পত্রিকার মির্জাপুর প্রতিনিধি সামছুল ইসলাম সহিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুল, সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি নাজমুল ইসলাম, মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. জোবায়ের হোসেন, সালাহ উদ্দিন আহমেদ, নিরঞ্জন পাল, জাহাঙ্গীর হোসেন, মো. এরশাদ মিঞা, আবুল কাশেম, জহিরুল ইসলাম শেলী, আশরাফ আহম্মেদ, হারুন অর রশিদ, হোসনী জুবাইরী, শাহ সৈকত মুন্না, রায়হান সরকার রবিন, উত্তম কুমার সাহা, মো. কাইয়ুম মিয়া, মো. সানোয়ার হোসেন, শামীম মিয়া, রাব্বি ইসলাম, রুবেল মিয়া প্রমুখ। মতবিনিময়কালে সাংবাদিকরা মির্জাপুরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
ইউএনও শাকিলা বিনতে মতিন বলেন, আমি মির্জাপুরে নতুন যোগদান করেছি। এ উপজেলার সার্বিক উন্নয়নে আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। মির্জাপুরের সমস্যা, সম্ভাবনা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
বার্তাবাজার/এম আই