দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দুই হেভিওয়েট প্রার্থীকে বিজয়ী করতে তাদের সহধর্মিনীরা মাঠে নেমেছেন।

ভোটারদের মন জয়ে দিবা-রাত্রি বাড়ি বাড়ি ছুঁটছে তারা। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের পাশাপাশি তাদের সহধর্মিনীদের প্রচার-প্রচারনায় নির্বাচনে বাড়তি আমেজ সৃষ্টি হয়েছে।

বিশেষ করে নারী ভোটারদের মাঝে নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল ও ঈগল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিনীরা ব্যপক সাড়া সৃষ্টি করেছে। তাদের প্রচার-প্রচরণার কারনে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতির সম্ভবনা তৈরী হয়েছে।

জানা যায়, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন দিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন গঠিত। এ আসনে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৫ ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ২৭৬জন এবং ১ লক্ষ ৮০ হাজার ২৫০ জন মহিলা ভোটার রয়েছে। আসনটিতে ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন।

তবে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (এমপি) ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। নির্বাচনে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে এ আসন। কর্মী-সমর্থকদের পাশাপাশি নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীদের সহধর্মিনীদের প্রচার-প্রচারণা নির্বাচনে বাড়তি আমেজ যোগ করেছে।

দেবীদ্বারকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে স্বামীর (ঈগল প্রতীক) কে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন আবুল কালাম আজাদের স্ত্রী সাদিয়া সাবা। তরুন সমাজসেবক আবুল কালাম আজাদকে নির্বাচিত করলে এ আসনের পরিকল্পিত উন্নয়নসহ নারী উন্নয়নের নানা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

অপরদিকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুইবারের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের প্রতি আস্থা রেখে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুঁটছেন তার সহধর্মিনী ব্যাংকার সামান্তা সৃষ্টি। নির্বাচিত হলে আগামীতে অবহেলিত ও পিছিয়ে পরা নারীদের উন্নয়নে কাজ করে যাওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।

বার্তাবাজার/এম আই