গানে গানে পাবনার ভোটের মাঠ মাতাচ্ছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের পাবনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী হয়ে ঘুরছেন নির্বাচনী এলাকার আনাচে কানাচে। নিজের কন্ঠে নতুন গানে জমজমাট প্রচারণা চলছে হাটে মাঠে ঘাটে এমনকি অনলাইনেও।

সারাদেশে চমক সৃষ্টি করে গানের মঞ্চ থেকে সরাসরি নেমেছেন ভোটের লড়াইয়ে। বিএনএম এর নোঙ্গর প্রতীকে ভোটের প্রচারণায় নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটছে তার। ভোটে দাঁড়ানোর কারণ, নির্বাচনে নিজের পরিকল্পনা, প্রতিশ্রুতি কথা জানিয়ে গেয়েছেন নতুন একটি গান।

তবে, জনপ্রিয় এই শিল্পীর উন্নয়নের প্রতিশ্রুতিতে পুরোপুরি তৃপ্ত হচ্ছেন না ভোটাররা, ভোটারদের মন জয়ে ডলিকে মেটাতে হচ্ছে ভক্তদের গান শোনার আবদারও।

পাবনার সুজনগর উপজেলা ও আমিনপুর থানা নিয়ে গঠিত পাবনা ২ আসনে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান এমপি আহমেদ ফিরোজ কবীর। ঋণ জটিলতায় স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি খন্দকার আজিজুল হকের মনোনয়ন বাতিল হওয়ায় বিএনএম প্রার্থী ডলির সঙ্গেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয়রা।

বার্তা বাজার/জে আই