ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ফজলুর করিম (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবার নাম এ ইউ ওয়াজী উল্লাহ। বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নওগা গ্রামে। তিনি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামি। তার কয়েদী নং ১২৭১/এ এছাড়া তিনি ডেসটিনি গ্রুপের বেস্ট এভিয়েশন লিমিটেডের সাবেক অর্থ প্রধান।

বার্তা বাজার/জে আই