পাবনায় নির্বাচন বর্জনের ডাকে লিফলেট বিতরণ আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি উল্লেখ করে নির্বাচন বর্জন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র নেতাকর্মীরা।

বৃস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের বিভিন্ন শোরুম, চায়ের দোকানে ও পথচারীদের মাঝে ভোট বর্জনের লিফলেট বিতরণ । আর ভোটারদের ৭ই জানুয়ারি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে না যেতে আহবান করেন।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন স্বপনের নেতৃত্বে চলে এ কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি নেতা মহিউল ইসলাম টুটুল মনিরুজ্জামান মিলন খোকন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বার্তা বাজার/জে আই