ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী এয়ারপোর্টের কাওলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবিব হাসান।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়ার রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ড আর বরদাস্ত করা হবে না। ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করেও বিএনপি ক্ষান্ত হয়নি বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রো রেল, স্বপ্নের পদ্মা সেতু, দেশের সকল রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা সহ নানাবিধ উন্নয়ন করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার কাজে ব্যস্ত আর বিএনপি তখন অগণতান্ত্রিক পন্থায় তাদের প্রভু শক্তির সহায়তায় দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসার কাজে ব্যস্ত।

দেশকে যতই নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করুক না কেন তাতে কোন লাভ হবেনা দেশ এগিয়ে যাবেই। বিএনপির নৈরাজ্যকে প্রতিহত করতে আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ সহ দলের সকল নেতাকর্মী প্রস্তুত।

তিনি আরো বলেন, যারা প্রকাশ্য জনসভায় দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দেয়, আবারো দেশকে জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের সাথে আর কোন আপোষ নয় প্রয়োজনে ওই চক্রান্তকারীদে প্রতিহত করে চিরতরে বাংলাদেশ থেকে উৎখাত করা হবে।

এসময় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু সম্মেলন প্রসঙ্গে চাঁদাবাজ, পরিবারে বিএনপি জামায়াত, মাদক ও যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদেরকে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে কোন প্রার্থীতা না করার আহ্বান জানান। অপরাধী ও অবাঞ্ছিত কাউকেই সেচ্ছাসেবক লীগের কমিটিতে জায়গা দেয়া হয়নি এবং হবেওনা বলেও জানান তিনি।

এদিকে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রকৃতপক্ষে যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, দলের জন্য নিবেদিত প্রান ও দলের প্রতিটি কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের নিয়েই কমিটি গঠন করা হবে জানান তিনি।

এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কেএম আফজালুর রহমান বাবু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শবনম জাহাজ শিলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইমরান সহ অনেকে।

বার্তা বাজার/জে আই