নওগাঁর ধামইরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সহিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ধামইরহাট এমএম সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. গোলাম মাওলা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মোসা. আসমা খাতুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকতা মো. আনিছার রহমান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দিন ফারুকী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উপস্থিতিতি মূলক করে তুলতে বিভিন্ন রকম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

আসন্ন নির্বাচনে উপজেলায় মোট ৫৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৫৩ জন প্রিজাইডিং অফিসার, ৩০৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৯৬৫ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও চলতি নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ১৫ জন।

বার্তাবাজার/এম আই