জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আগের মতো অভিনয় না করলেও বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। আজ ৬৭ বছরে পা দিলেন তিনি। জন্মদিন, বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি।

* আজকের দিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

** প্রতিবার যা থাকে এবারও তাই। বরাবরই আমি চেষ্টা করি আমার এ বিশেষ দিনে সমাজের মানুষের জন্য কিছু করার। যেহেতু আমার জন্মদিন প্রতিবছরই শীতকালে পড়ে এবং ভক্ত-অনুরাগীরা আমার জন্য নানা রকমের উপহার আনতে চায়, আমি তাদের বলি একটা করে কম্বল নিয়ে আসতে। পরে তার সঙ্গে আমি নিজেও কিছু সংখ্যক কম্বল যোগ করে, শীতার্ত মানুষের মাঝে বিলি করি। এতে আমার প্রতি তাদের ভালোবাসার প্রকাশও হলো, আবার মানুষের জন্য কিছু করার অভ্যাসও হলো।

* দীর্ঘ জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব করেছেন কখনো?

** বরাবরই মনে হয় আমি অনেক বেশি পেয়েছি। একটা সময় না পাওয়া নিয়ে খুব ভাবতাম। কিন্তু তারপর আমি নিজেকে সময় দিয়ে, বুঝেছি আমি আসলে অনেক পেয়েছি। এখন আমার দেওয়ার পালা। কিন্তু এ ভাবনা আসার পর থেকে মনে হয়, কিছুই করতে পারলাম না। সময় তো ফুরিয়ে যাচ্ছে। কত কিছু করার ছিল। তাই এখন আর অপ্রাপ্তি আমাকে ভাবায় না। বরং ভেতরে একটা শান্তি কাজ করে। রাতে ঘুম ভালো হয়। এরপরও যদি কোনো প্রশ্ন আসে মনে, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে সময় কাটাই। আমার সব প্রশ্নের উত্তর আল্লাহর কাছে আছে।

* সিনেমা থেকে কি অবসর নিলেন?

** অবসর ঠিক নয়। তবে গত পাঁচ-ছয় বছরে কোনো কাজ করিনি। এর একটা বড় কারণ, উপযুক্ত সম্মান বা মর্যাদা পাচ্ছি না। একটা সময় এত কাজ করেছি যে, হিসাব রাখার ফুরসত ছিল না। কিন্তু এখন সেই সম্মানটুকুও পাই না। যে চরিত্রগুলোর প্রস্তাব আসে, তা আমার সঙ্গে যায় না কিংবা গল্পে আমার চরিত্রের খুব একটা প্রাধান্য থাকে না। তাই এক প্রকার অভিমান থেকেই আর কাজ করছি না।

* মন মতো চরিত্র পেলে কী আবারও অভিনয়ে ফিরবেন?

** অবশ্যই। একজন অভিনয়শিল্পী সারা জীবন কাজ করতে চায়। কিন্তু তার জন্য তাকে উপযুক্ত সম্মানটা দেয়া জরুরি। আমাদের দেশে কয়জন সিনিয়র শিল্পী এখন আর কাজ করেন? এ কাজ না করার পেছনে, উপযুক্ত গল্প, চরিত্র এবং সম্মানের অভাব রয়েছে।

* এবার কী শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন?

** চলতি দায়িত্বের সময়ওতো চাইনি। কিন্তু করতে হয়েছে। হয়তো সামনের বছরও করতে হবে। তবে এত নোংরামি, এত অশান্তি ভালো লাগে না।

বার্তাবাজার/এম আই