দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার সাভারের আশুলিয়ায় নির্বাচনী আচরণ বিধিমালার উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বার্তা বাজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান জানান, আজ (শনিবার) রাত ৯.৪০ মিনিটে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় দ্বাদশ জাতীয় নির্বাচন-২০২৪ এর নির্বাচনী আচরণ বিধিমালার উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ট্রাক প্রতীকের পক্ষে আইন অমান্য করে রাত ৮টার পর মাইক দিয়ে উচ্চস্বরে প্রচারণা চালানোর কারণে মোবাইল কোর্ট এর আওতায় অর্থদণ্ড প্রদানসহ সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে আচরণ বিধি মেনে তারা প্রচারণা চালায়।
নির্বাচনী আচরণ বিধিমালার উপর এধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে আশুলিয়া থানার পুলিশ সদস্যগণ এবং আশুলিয়া রাজস্ব সার্কেলের স্টাফগণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই