বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত স্থাপন করেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সম্পর্ক আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
স্পিকার জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আয়োজন করা নৈশভোজে অংশ নিয়ে এসব কথা বলেন। বুধবার (২৪ মে) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে জাপান পৌঁছালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তাকে অভ্যর্থনা জানান। স্পিকারের জাপানে আগমন উপলক্ষে তিনি নৈশভোজের আয়োজন করেন, যেখানে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা অংশ নেন। এ সময় জাপান-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের সাফল্য সম্বন্ধে স্পিকারকে অবহিত করেন রাষ্ট্রদূত।
হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার বলেন, জাপান বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে।
বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেনের সংগৃহীত জাপানি লেখক তাদামাসা ফুকিউরার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইয়ের বাংলায় অনুদিত গ্রন্থ ‘রক্ত ও কাঁদা ১৯৭১’ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লেখকের হাতে তুলে দেন।
নৈশভোজে আ ফ ম রুহুল হক, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, খাদিজাতুল আনোয়ার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।
এ ছাড়া অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী এ নৈশভোজে অংশ নেন।
বার্তা বাজার/জে আই