নরসিংদী সদর উপজেলার চরহাজীপুর এলাকা থেকে ১৬ কেজি গাঁজা ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী।

আটক মাদক কারবারি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবু তালেব এর ছেলে রেজাউল (৪০)।

বুধবার (২৪ মে), র‍্যাব-১১ ( নরসিংদী) এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোঃ খলিলুর রহমান এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ মে) সকাল পৌনে ৮ টায় র‌্যাব-১১, এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চরহাজীপুর (খাসেরচর) এলাকার খালপাড়ে অভিযান চালিয়ে মাদক কারবারি রেজাউলকে ১৬ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আটককৃত রেজাউল আন্তঃজেলা মাদক কারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। সে নিয়মিত কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইঞ্জিন চালিত নৌকা যোগে এসব মাদক নিয়ে নরসিংদী ও আশেপাশের জেলায় বিক্রি করে আসছিলো। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি।

বার্তা বাজার/জে আই