২০২৪ সালে ওয়েস্ট উন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার নবম আসরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। আসন্ন টুর্নামেন্টে স্থানীয় কন্ডিশনকে যথার্থভাবে ব্যবহার করতে চাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই কারণে উইন্ডিজের সাবেক হার্ডহিটার কাইরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পেয়েছে ইংলিশরা। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি মনে করেন, স্থানীয় কন্ডিশনে অভিজ্ঞ কাউকে কোচিং প্যানেলে না রাখার কারণেই ভুগতে হয়েছে থ্রি লায়ন্সদের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার জন্যই পোলার্ডকে পরামর্শক করেছে ইংলিশরা।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক বিশেষ প্রতিবেদনে পোলার্ডকে নিয়োগের তথ্য প্রকাশ করেছে। তাছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ চলাকালীন ইংল্যান্ডের টিম হোটেলে হার্ডহিটার ব্যাটারকে দেখা গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছিল ইংলিশ গণমাধ্যমটি।

২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের পরামর্শক কোচ ছিলেন অজি কিংবদন্তি মাইক হাসি। সেবার পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের শিরোপা ঘরে তুলেছিল ইংলিশরা। এবার সেই দায়িত্ব নিলেন পোলার্ড।

বার্তা বাজার/জে আই