আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী আমির হোসেন আমু বলেছেন, প্রার্থী কে, প্রার্থী আছে কি—নাই সেটা দেখার কোনো বিষয় নয়, ৭ জানুয়ারি আপনাদের সবাইকে ভোটকেন্দ্রে আসতে হবে। ভোট দিতে হবে এবং সারা বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশের মানুষ ভোটে বিশ্বাসী এবং এই ভোট বৈধ। সারাবিশ্ব দেখবে কত ভাগ ভোট কাস্ট হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ভোটকেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা আজকে আরেকটি যুদ্ধ করে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখেছেন। সুতরাং অন্যান্য ভোটের চেয়ে এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ।
আমু বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা বলছেন একটি দল না আসলে নির্বাচন অর্থবহ হবে না। কিন্তু আমরা নয়, ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো বলছে, জনগণের অংশগ্রহণের ওপরই নির্বাচনের বৈধতা।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমু বলেন, মনে করতে হবে আমাদের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না, সারা বিশ্বই আমাদের প্রতিদ্বন্দ্বী। ৭০ ভাগের বেশি ভোট দিয়ে তা প্রমাণ করতে হবে।
ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সিদ্দিকুর রহমান, খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
বার্তা বাজার/জে আই