গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় ভোটারদের বলা হয়েছিল ‘নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেওয়া হবে না।’ ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের এমন বক্তব্যের পর আলোচনায় উঠে আসে ভোটারদের ভয়ভীতির বিষয়টি।

এ ঘটনায় অন্যান্য প্রার্থীর ন্যায় ভোটাররা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে ছিল। অবশেষে সেই পদক্ষেপ নিয়েছে কমিশন।

অভিযোগ আমলে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের একদিন আগে বুধবার নির্বাচন কমিশনের শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিস্তারিত আসছে…

বার্তা বাজার/জে আই