দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনে গতকাল বৃহস্প্রতিবার বিকেলে চৌদ্দগ্রামের আলকরা হাফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’ লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম তৈমুর মাইকেলের সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব।
আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল,চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান, এনামুল হক খোন্দকার, সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুল মান্নান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ,গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন,গুনবতী ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল, আলকরা ইউপি চেয়ারম্যান মাঈনউদ্দিন ভূঁইয়া, মোস্তফা ভূঁইয়া টিপু, হাজী আনিসুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার, উপজেলা আ’লীগের যুব ও ক্রিড়া সম্পাদক নুরুল আলম শাহিন, যুবলীগ নেতা মোঃ হাসান ভূঁইয়া, মোঃ সালাউদ্দিন, আবদুল আউয়াল ভূঁইয়া সোহেল মেম্বার, সেচ্ছাসেবক লীগ নেতা নুরুন্নবী, মহিলা আওয়ামী লীগ নেত্রী এডভোকেট হাজেরা আক্তার ববি,হাসনা বেগম, রাবেয়া বেগম মেম্বার সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গন ।
বার্তা বাজার/জে আই