দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে গতকাল বুধবার বিকেলে চৌদ্দগ্রামের বাতিসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’ লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সাবেক জেলা দায়রা জজ (অবঃ)আবুল কাসেম, জেলা আ”লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু পার্থ সারতি দত্ত, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের,উপজেলা আ’লীগের সহ সভাপতি আকতার হোসেন পাটোয়ারি, এছাক খাঁন, এড.আবদুল মান্নান, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক ভিপি ফারুক আহমমদ মিয়াজি, বাবু নন্দন চৌধুরী, জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান জি এম জাহিদ হোসেন টিপু , ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, মাহাফুজ আলম, জাফর ইকবাল, নাইমুর রহমান মজুমদার মাছুম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি ফয়েজুনেচ্চা আমিন, যুবলীগ নেতা মহিনউদ্দিন, মোল্লা বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুরাজ মজুমদার প্রমুখ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ।

বার্তা বাজার/জে আই