আকর্ষণীয় পাঠদান, শিক্ষকদের বন্ধুসুলভ আচরণ ও সরকারের শিক্ষাবান্ধব উন্নয়ন প্রকল্পসহ নানাবিধ কারণে অনিয়মিত উপস্থিতি ও শিক্ষার্থী ঝরে পড়া দূর হচ্ছে। কাজেই সুশৃঙ্খল সমাজ ও দেশ গড়তে পড়াশোনার বিকল্প নেই।
বুধবার (২০ ডিসেম্বর) নীলফামারীর ডিমলা উপজেলার জননী পাবলিক স্কুলকে নিম্ন মাধ্যমিক শ্রেণীতে উন্নীতকরণ ও বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ডিমলা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজুল আলম।
প্রভাষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় মোঃ মোশাররফ হোসেন বকুলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জননী পাবলিক স্কুলের প্রিন্সিপাল মোঃ নূর আলম সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গয়াবাড়ী ইউপি ভাইস-চেয়ারম্যান (মহিলা) মোছাঃ জাহানারা বেগম।
এসময় মোঃ ফিরোজুল আলম বলেন, আমরা যদি একটি সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে প্রচুর অধ্যয়ন করতে হবে। শিক্ষাই উন্নয়নের একমাত্র মাধ্যম। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে আত্মমুক্তি ও দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে প্রতিটি শিক্ষার্থীদেরকে অধ্যবসায় এর মাধ্যমে শিক্ষিত হয়ে মানব সম্পদে পরিণত হতে হবে।
বার্তাবাজার/এম আই