ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে দাঁড়িয়ে ভাবতে কষ্ট হয়, তাঁরই আত্মজা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গিবাদী-মৌলবাদী-বাংলাদেশবিরোধী অপশক্তি কবরস্থানে পাঠাতে চায়। ’৭৫-এর মতো ওই একই পথের পথিক বানাতে চায়।
এর উদ্দেশ্য তাঁর সন্তানদের শুধু এতিম করা নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে উন্নয়ন, স্বাধীনতা ভোগ করা থেকে তারা বিরত করতে চায়। সারা বাংলাদেশকে যারা ’৭৫ এর পরে কবরস্থান বানিয়ে রেখেছিল, আজ বাংলাদেশ যখন উজ্জ্বলভাবে বিরাজমান, সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা বাংলাদেশকে আবার সেই কবরস্থানে বানানোর মতলবে বিভোর। এই চক্রান্তকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দল-মত নির্বিশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকলকে অন্ধ, কূপমন্ডুক শক্তির ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বুধবার (২৪ মে) তিনি এসব কথা বলেন।
বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের চত্বরে মানববন্ধন শেষে মৃত্যুঞ্জয়ী ম্যুরালের পাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিনের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রফেসর ড. সেলিম তোহা, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রফেসর ড. অরবিন্দ সাহা, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান (মুকুট), বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ আব্রাহাম লিংকন, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান বক্তব্য রাখেন।
বার্তাবাজার/এম আই