আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), বৈদ্যুতিক সরঞ্জাম ও নির্বাচন সামগ্রী পাঠানো হচ্ছে। বুধবার (২৪ মে) দুপুর থেকে গাজীপুর মহানগরের পাঁচটি আঞ্চলিক কেন্দ্র থেকে প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে।

জানা গেছে, গাজীপুর সিটির ধীরাশ্রম জিকে হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১২০টি কেন্দ্রের, দারুস সালাম মাদরাসা থেকে ৫৮টি কেন্দ্রের, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১১৯টি কেন্দ্রের, আজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৮টি কেন্দ্রের ও চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৫টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

১৯৫নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউল করিম জানান, বুধবার দুপুরে আমরা ইভিএমসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম বুঝে নিয়েছি। কেন্দ্রে পৌঁছে ইভিএম মেশিন চালিয়ে দেখা হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে রিটানিং কর্মকর্তাকে অবগত করা হবে। কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটের জন্য চারজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, সিটি নির্বাচনে গাজীপুরসহ বিভিন্ন বিভাগের পাঁচ হাজার পুলিশ সদস্য, প্রতি কেন্দ্রে দু’জন করে মোট ৯৬০ জন আনসার ব্যাটালিয়ান, প্রতি কেন্দ্রে ১০ জন করে মোট ৪ হাজার ৮০০ জন গ্রাম পুলিশ, ৫৭টি ওয়ার্ডে মাজিস্ট্রেটে ১৭১ জন আনসার বাহিনীর সদস্য কাজ করবেন। এ ছাড়াও ৫৭ ওয়ার্ডে ৫৭ জন মাজিস্ট্রেট ও ১৯ জন জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজ করবে। ২০ প্লাটুন বিজিবি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৩০টি টিম কাজ করবে।

তিনি আরও জানান, কোনাবাড়ি থানায় ৪৩, কাশিমপুর থানায় ৪৭, গাছা ৫৭, পূবাইল থানায় ৩২, সদর থানায় ৯৬, বাসন ৪২, টঙ্গী পূর্ব ১১১ ও টঙ্গী পশ্চিম ৫২টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে ৩৫১টি গুরুত্বপূর্ণ এবং ১২৯টি সাধারণ কেন্দ্র হিসাবে ঘোষণা করা হচ্ছে।

বার্তা বাজার/জে আই