নিজ এলাকায় ভোট চাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন পাবনা-৫ সদর আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স। সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা।

এ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স মঙ্গলবার সকালে নিজ এলাকায় ভোট চাওয়ার মধ্য দিয়ে শুরু করেন ভোটের প্রচারণা। পৈলানপুর, গোবিন্দ ও কৃষ্ণপুর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালান তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে গণসংযোগ করেন তিনি।

এসময় পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটার সমর্থকরা।

বার্তা বাজার/জে আই