এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-১৪৮ যোগে দুবাই থেকে ঢাকাতে আসে বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের যুব চ্যাম্পিয়নরা। এসময় বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকাতে অবতারণের পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের। এসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক কার্গো মো: কামরুল হাসান খান, এনডিসি (যুগ্ম সচিব) পরিচালক বিক্রয় ও বিপনন মোহাম্মদ সালাউদ্দিন, বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জুনিয়র পার্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার মোঃ সানোয়ার হোসেন ‘এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩’ এ বাংলাদেশের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বার্তা বাজার/জে আই