দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের তিনটি আসনে উৎসবের আমেজ বইছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান তিনটি আসনের মোট ১৩জন প্রার্থী এবং তাদের প্রতিনিধির হাতে প্রতীক হস্তান্তর করেন।

প্রথমে মাদারীপুর-১ আসনের প্রতীক বরাদ্ধ দেন সেখানে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এরপর মাদারীপুর-২ আসনে ৪জনকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এরপর সাড়ে ১২টায় মাদারীপুর-৩ আসনে ৬জন প্রার্থীর প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এবং আজ থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা করতে পারবে বলে ঘোষনা দেন মাদারীপুর রিটার্নিং কর্মকর্তা। তবে সবাইকে বলে দেন নির্বাচন সুষ্ঠু করতে কোন প্রকার নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করা যাবে না।

এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আহমেদ আলী, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(এডিএম) মো. নাজমুল হাসানসহ মাদারীপুর তিনটি আসনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রতিক বরাদ্দ শেষে মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া একসাথে জনসংযোগ ও নৌকার পক্ষে ভোট চান।

বার্তাবাজার/এম আই