আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনের জাকের পার্টির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রত্যাহার পত্র জমা দেয়া হয়। এসময় আওয়ামীলীগ সরকারের অধীনে নির্বাচন করবেন না বলে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর প্রধান কারণ উল্লেখ করেন তারা।

প্রার্থিতা প্রত্যাহার করা জাকের পার্টির ৩ জন হলেন- মাদারীপুর-১ আসনে মোঃ মাসুদ শিকদার, মাদারীপুর-২ আসনে মোঃ আসাদুজ্জামান আকন এবং মাদারীপুর-৩ আসন মোহাম্মদ ইকবাল হোসেন।

এদিকে মাদারীরের ৩টি আসনেই পূনরায় নৌকার টিকিট পেয়েছেন নুর-ই-আলম (লিটন) চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান মিয়া গোলাপ। তবে মাদারীপুর-১ আসনে লিটন চৌধুরী ও মাদারীপুর-২ আসনে শাজাহান খানের শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকলেও মাদারীপুর-৩ আসনে সোবহান গোলাপের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।

বার্তা বাজার/জে আই