নওগাঁর ধামইরহাটে ট্যাক্টর (মেসি) বাই সাইকেল সংঘর্ষে এক নৈশ্যপ্রহরী নিহত হয়েছে। রোববার সকালে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বাইসাইকেলের আরোহী আব্দুস সাত্তার নামে এক বৃদ্ধ মারাত্মক জখম হয়ে মারা যায়। তবে ঘাতক ট্যাক্টরটি ঘটনাস্থল থেকে সাথে সাথে পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, উপজেলার ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল্লাহ এর ছেলে আব্দুস সাত্তার (৬৭) বাইসাইকেল যোগে ধামইরহাট বাজার থেকে বাড়ী ফেরার পথে চকময়রাম উচ্চ বিদ্যালয়ে সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি যানবাহন সাইকেল আরোহী আব্দুস সাত্তারকে ধাক্কা দেয়। এতে তার মাথার ডান দিক মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। তাদের ধারণা অজ্ঞাত যানটি ছিল
ট্যাক্টর।
ধামইরহাট বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মো.সামসুজ্জোহা হাকিম বলেন, নিহত আব্দুস সাত্তার ধামইরহাট বাজারে বনিক সমিতির নৈশ্যপ্রহরী হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ীর ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা তিনি মারা যান। ধারণা করা হচ্ছে ট্যাক্টরের ধাক্কায় সে নিহত হয়েছেন। বাদ আসর নিজ গ্রামে তার জানাযার নামাজ শেষে দাফন করা হয়। নিহত আব্দুস সাত্তার এক ছেলে, তিন মেয়ে, স্ত্রী রেখে গেছেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/জে আই