বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব ও সাধারণ সম্পাদক তাসনিমুল হাসানের নেতৃত্বে প্রধান ফটকের ডান পাশে অবস্থিত ‘মুক্ত বাংলা’ মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন, কোষাধক্ষ শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য সামি, যায়িদ, মোস্তাক মোর্শেদ ও মংসহ অন্যান্য সদস্যরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের স্মরণে একমিনিট নিরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়।

বার্তাবাজার/এম আই