নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে বিজয় দিবস উৎযাপিত হচ্ছে।

আজ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।

এরপর কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস্ট ও কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। এরপর কুজকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতিসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রুতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন।

এছাড়াও দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও উপামসনা করা হবে।

বার্তাবাজার/এম আই