শ্রদ্ধা আর ভালবাসা মধ্যেদিয়ে পাবনায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিনটির প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’য় পুস্পস্তবক অর্পন করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
পরে পাবনা প্রেসক্লাব,জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখা, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্মৃতিস্তম্ভে নানা পেশাজীবি মানুষ, রাজনৈতিক নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
বার্তাবাজার/এম আই