আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার ৫ দিনও টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশকে ভালোবাসলে গণতন্ত্র ফিরিয়ে দিক। এবার আর জুজুর ভয় দেখিয়ে লাভ হবে না। জনগণের শক্তির কাছে কামান-বুলেট কিছুই টেকে না। নির্বাচনের পর সরকার ৫ দিনও টিকবে না। ২০১৪ সাল আর ২০২৪ সাল কিন্তু এক না।
তিনি বলেন, দেশে বর্তমানে রাজনীতি বলে কিছু নেই। এখানে ক্ষমতার নামে দখল ও চাঁদাবাজি আর টাকা পাচার চলে। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল তার মূলে ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু আজ এ দুইটির কোনোটিই নেই।
বিএনপির এই নেতা বলেন, বর্তমানে দেশের সংকটের সমাধান করতে হবে। সরকার মুখে যা বলে কাজে তা করে না। আবার কাজে যা করে মুখে তা বলে না। তারা হিটলারের মন্ত্রী গোয়েবলসের মতো মিথ্যাচার করছে। তবে, এভাবে সরকারের শেষ রক্ষা হবে না।
মঈন খান বলেন, এ দেশের মানুষ কখনই স্বৈরশাসককে মানেনি। যার প্রমাণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সেদিন কিন্তু দেশের জনগণ পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে ও গণতন্ত্রের দাবিতে জীবন দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে।
সভায় নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রকৌশলী মাহবুব আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই