দেশে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত দেড় মাসে ২৪১টি যানবাহন ভাঙচুর এবং ৩৭৬টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার পুলিশ সদর দপ্তর গণমাধ্যম এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসাব অনুযায়ী বলা হয়েছে গত দেড় মাসে ২৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকায় গত ২৮ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি ক্রমান্নে চলছে। সারাদেশে সমাবেশ ডাক দিয়েছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। পরদিন থেকে হরতাল-অবরোধের পুরনো কর্মসূচিতে ফেরে বিএনপি।
এসব কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথে। বাস-ট্রাকসহ ট্রেনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ মঙ্গলবার গাজীপুরের ভাওয়ালে রেল লাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সাতটি বগি লাইনচ্যুত হয়, মারা যান একজন। অগ্নিসংযোগের খবরে যেসব স্থানে ফায়ার সার্ভিসের সদস্যরা যায়, সেই ঘটনাগুলোই লিপিবদ্ধ করেন তারা। যেসব ঘটনায় তাদের যাওয়ার প্রয়োজন পড়ে না, সেগুলো লিপিবদ্ধ হয় পুলিশ খাতায়।
গত বুধবার দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যম এ দেওয়া বিবৃতি অনুযায়ী, (২৮ অক্টোবর) থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা সারা দেশে দুর্বৃত্তদের আগুনে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। “অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি এবং অন্যান্য গাড়ি ২৮টি।”
এই ঘটনা কে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের পরদিন থেকে বিরতি দিয়ে সারা দেশে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। অবরোধ, হরতাল ও বিক্ষোভের মতো কর্মসূচি এখনো চলমান রয়েছে। এর মধ্যেই সারা দেশে একাধিক যানবাহনে আগুন ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এ ছাড়া ট্রেনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাজধানীর তালতলায় বিগত শনিবার (১৮ নভেম্বর) বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে আমাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগে আগুন নিভে যায়।
বিগত বৃহস্পতিবার (২জানুয়ারি ) রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সকালে মিরপুর ১ নম্বরে বিহঙ্গ পরিবহনের ১টি বাস, বিকেলে গুলস্তিানে বিআরটিসি বাস এবং পুরান ঢাকার সদরঘাটে ইউনাইটেড পরিবহনের ১টি বাসে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। ১০টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হল এলাকায় বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া যায়।
তবে পুলিশ-ফায়ার সার্ভিস সূত্র দেওয়া পাঠানো তথ্যের মতে জানা যায়, ২৮ অক্টোবর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত (১৫ ডিসেম্বর) সারা দেশে ৩৭৬ টির বেশি যানবাহনে (ট্রেন ছাড়া) অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতে ১২৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিনটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এম.এম