ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে অবৈধভাবে কৃষি জমিতে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে বকুল শাহা (৫৩) ও রিয়াজ হোসেন (২৩) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত বকুল শাহা পায়ড়াডাঙ্গা এলাকার মৃত জোয়াদ শাহার ছেলে ও রিয়াজ হোসেন শৈলকুপার মহিষগাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের পায়ড়াডাঙ্গা গ্রামের মাঠে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন খবর নিশ্চত করে বলেন, পায়রাডাঙ্গা গ্রামের মাঠের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি পরিবহন ও উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে রিয়াজ হোসেন ও বকুল শাহা নামের দুই ব্যক্তিকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় দুই ব্যাক্তিকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দি গ্রামের বেলে মাঠে চটকাবাড়িয়া গ্রামের লাল মিয়া বালি তুলে দেদারছে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন ম্যানেজ করে মাসের পর মাস লাল মিয়া ধানী জমি কেটে সাবাড় করে দিলেও কারো কোন মাথা ব্যাথা নেই। এক সময় সন্ত্রাসী কাজে যুক্ত থাকার কারণে লালের বিরুদ্ধে কেউ টু-শব্দ করে না বলে এলাকাবাসি জানায়।

বার্তাবাজার/এম আই