আবারও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, এই নির্বাচন হতে হবে সহিংসতামুক্ত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
একজন সাংবাদিক তার কাছে সম্প্রতি বাসে, ট্রাকে আগুন, রেল লাইন কেটে দেয়া, পেট্রোল বোমা মারা প্রসঙ্গে জানতে চান। বলেন, এভাবে নির্বাচনকে বানচাল করতে জীবন্ত মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে বলে যুক্তরাষ্ট্র মনে করে কিনা। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনি শুনে থাকবেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি অব্যাহতভাবে বলে আসছি যে, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই আমরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি অন্যতম উপাদান হলো সহিংসতামুক্ত নির্বাচন।
বার্তাবাজার/এম আই