অর্থকষ্টে ভুগছেন ওপার বাংলার প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার। যেখান থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ হাতে আঁকা উপহারের দুইটি ছবি বিক্রি করে দিতে চাইছেন অভিনেতার স্ত্রী নন্দিনী পাল।
এই দুইটি ছবি অভিনেতা যখন বেঁচে ছিলেন তখন তাকে উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে অর্থকষ্টে থাকায় তাপস পালের স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ছবি দু’টি বিয়ে করে দেবেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে নন্দিনী পাল বলেছেন, ‘নিজের আঁকা দু’টি ছবি তাপসকে উপহার দিয়েছিলেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। শুনেছি, ওনার আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হয়। তাই আমি ছবি দুইটি বিক্রি করতে চাইছি। কেউ ১ কোটি টাকা দিলে ওই দুইটি ছবি বিক্রি করে দেব।’
স্বামী তাপসের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও লাভ হয়নি বলে জানান নন্দিনী। তার কথায়, ‘জানিনা তাপসের সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করা হলো। আমার স্বামী মারা যাওয়ার পর দিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তাকে তিনবার চিঠি দিয়েছি। কিন্তু কোনো ফিরতি জবাব পাইনি।’
এ বিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘তাপসের পরিবারের সঙ্গে পরিচয় আছে। অভিনেতার অকাল মৃত্যু দুঃখজনক। হতে পারে, তার পরিবার কিছু নিয়ে অভিমান করেছে। কিন্তু যখনই তাপসের স্ত্রী আমাকে ফোন কল করেছেন, আমি কথা বলেছি। সাধ্যমতো সাহায্যও করেছি। কিন্তু সবসময় তো আর সব কাজ করা যায় না।’
প্রসঙ্গত, টলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন তাপস পাল। তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।
বার্তা বাজার/জে আই