বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলছেন, দেশে ভোট নয়, বানরের পিঠার মতো আসন ভাগাভাগি করছে আওয়ামী লীগ। বলেন, বিএনপি রাজপথে আছে, রাজপথে থাকবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান আরো বলেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। মানুষের কথা বলার স্বাধীনতা নেই, দেশে চলছে এক দলীয় শাসন।

তিনি অভিযোগ করেন, দমন-পীড়ন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে সরকার। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এ সরকারকে বিদায় করবে। শান্তিপূর্ণভাবে দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতির অবসানের আহ্বান জানান ড. মঈন খান ।

বার্তা বাজার/জে আই