কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কাজী জিল্লুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। (২৩ মে) মঙ্গলবার দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান পৌর শহরের কমলপুর কাজী বাড়ির মৃত কাজী গোলাপ মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, জিল্লুর রহমান লক্ষীপুর এলাকার মাক্কুল মোল্লা নামের একটি ফুড কারখানায় কাজ করতেন। কারখানার কাজে আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি লুন্দিয়া এলাকায় যান। বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের কবলে পড়েন ।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন জানান, বজ্রপাতের শিকার জিল্লুর রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বজ্রপাতের কারণেই তিনি মারা গেছেন। শরীরে বজ্রপাতে ক্ষতের চিহ্ন আছে।
এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানায়, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
বার্তাবাজার/এম আই