নরসিংদীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজনে ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন’ শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) নরসিংদী সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে সেমিনারের শুভ উদ্বোধন করেন।

নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ‘সাংবাদিকতার নীতি ও নৈতিকতা’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এম জি কিবরিয়া চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একে এম শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ, সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, আব্দুর রহমান ভূইয়া, মাখন দাস ও মোর্শেদ শাহরিয়ার, সাংবাদিক বাদল কুমার সাহা, হলধর দাস, আসাদুজ্জামান রিপন, আশিকুর রহমান পিয়াল প্রমুখ।

বাংলাদেশ প্রেস কাউন্সেল এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন।

বার্তাবাজার/এম আই