ঢাকার সাভারে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়ন পরিষদে এই সভা সম্পন্ন হয়।
ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জেনারেল মো: রাশেদুল হাসান। এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক সচিব শেখ মুজিবুর রহমান, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার) মো: সাইদুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/এম আই