দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এর সভাপতিত্বে শুরু হওয়া শুনানিতে তৃতীয় দিনে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন যার অন্যতম কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশন এর সভাপতি ডাক্তার হাবিবুর রহমান।
এর আগে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান এক শতাংশ ভোটারের স্বাক্ষর গরমিল দেখিয়ে তার প্রার্থীতা বাতিল করে।
কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর ও সভার একাংশ নিয়ে গঠিত ঢাকা-২ আসনে শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা জনহিতকর কাজ করার কারণে ব্যপক জনসমর্থন রয়েছে গরিবের ডাক্তার খ্যাত এই নেতার। তাই প্রার্থীতা ফিরে পেয়ে খুশি তার কর্মী সমর্থকরাও।
ডা. হাবিব জানান, প্রার্থীতা ফিরে পাওয়া আমাদের প্রাথমিক বিজয়। আশা করি ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে মানুষ ভোট দিবে এবং আমরাই জয়ী হবো।
উল্লেখ্য, আপিল শুনানি চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বার্তাবাজার/এম আই