আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান একাদশ দফার ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে জামালপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর শহরের শফি মিয়ার বাজার থেকে আজাদ ডক্টর মোড় পর্যন্ত এই মিছিল এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে মিছিলে জেলা, শহর এবং ওয়ার্ড যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সোহেল রানা খান বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন চলছে। আন্দোলন ক্রমেই বেগবান হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধীদলগুলোকে বাইরে রেখে এবং রাজনৈতিক দমনপীড়নের মধ্য দিয়ে ফের একতরফা, ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ এবার আর এ ধরনের কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।

বার্তাবাজার/এম আই