প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার (২৩ মে) বিকাল ৪টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্র নেতা ফারুক হাসান তুহিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বাইপাইল থেকে শুরু হয়ে ঢাকা ইপিজেডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ জানান, হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি বিএনপি। এসময় জনগণকে সঙ্গে নিয়ে দলটিকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন নেতারা।

পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে আশুলিয়ার বাইপাইলে আরএমএসটি টাওয়ারের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে নেতৃবৃন্দ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। তাদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আর এসব ন্যাক্কারজনক কর্মকান্ড লন্ডনে বসে তারেক জিয়া করাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানাই। আর দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা তো দূরের কথা, তার গায়ে কেউ একটা আঁচড় দেয়ার সাহসও পাবে না। এদেরকে কীভাবে শায়েস্তা করতে হয় সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে।

এসময় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ সুমন প্রমুখসহ আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই