তারিফ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রকে ট্রাক্টর দিয়ে পিষে হত্যার দায়ে চালক মিথুনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৩ মে) র্যাবের একটি আভিযানিক দল যশোরের চৌগাছা উপজেলার আড়কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ তারিফ তার স্কুল শিক্ষকের সঙ্গে মোটর সাইকেলযোগে প্রাইভেট পড়ার জন্য বারোবাজার যাচ্ছিল। তারা মাজদিয়া শশ্মানঘাটে পৌছালে আসামি ট্রাক্টর চালক মিথুন একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক্টর বেপরোয়াভাবে গতিতে চালিয়ে তারিফ ও তার শিক্ষককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারিফ নিহত হয়।
তারফি কালীগঞ্জ উপজেলার সুবর্নাসরা গ্রামের মন্টু মিয়ার ছেলে। সে স্থানীয় হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনায় নিহত’র মামা বাদী হয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি মিথুন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যশোরসহ বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছিল। মঙ্গলবার র্যাব-৬ তাকে গ্রেফতার করে।
বার্তাবাজার/এম আই