ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আধাপাকা ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়হীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ভকরগাঁও এলাকায় একদল শ্রমিক ধান কাটতে গিয়ে সেই মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও মর্গে পাঠানো হবে।
বার্তাবাজার/এম আই