পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার প্রধান উপদেষ্টা গোলাম ফারুক প্রিন্স এমপির নির্দেশনায় প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার(০৯ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কামরুজ্জামান রকি’র সভাপতিত্বে ও রাহাত হোসেন পল্লব’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রকিব হাসান, এটিএন নিউজ ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার রিজভী জয়, যুবলীগ নেতা নাসির উদ্দিন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্য আরিফুল ইসলাম মিঠু, ইমরান শেখ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিঙ্কু,সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের বিশ্বাস অন্তু,পিয়াস,শোভন সহ আরো অনেকে।

পরে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিনের কেক কাটা অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার/জে আই