রওশনপন্থিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, রওশন এরশাদকে আমরা সম্মান করি। তাদের রওশনপন্থিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যে চ্যাপ্টার ক্লোজড, সেটা আর আনবেন না, তাহলে আমি কোনো উত্তর দেব না।
আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, এটা শুধু বাংলাদেশে নয়, এ ধরনের আপস অন্যান্য দেশেও হয়। নির্বাচন বা রাজনীতিতে চূড়ান্ত কোনো বিষয় নেই। যে কোনো সময় নতুন সিদ্ধান্ত আসতে পারে। এখানে চূড়ান্ত বলে কিছু নেই।
জাপা মহাসচিব বলেন, ভারতে বিজেপি অনেক বড় দল। তারা অনেক সিটে নমিনেশন দেয়নি। হয় যাদের সঙ্গে জোটে করেছে অথবা নীরবে অন্য কোনো দলের সঙ্গে আন-অফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং করেছে। তাদের সুযোগ দিয়েছে। এটা ভারতে, পাকিস্তানে হয় সব দেশেই হয়।
মুজিবুল হক চুন্নু বলেন, ভোটের প্রচার সম্পর্কে কোনো পরিকল্পনা হয়নি। মনোনয়ন যেগুলো আপিলে গেছে সেগুলো আমরা দেখছি। এরপর আমরা ইশতেহার প্রকাশ করবো।
ইশতেহারে আনুপাতিক হারে নির্বাচন, বেকার সমস্যা বিকেন্দ্রীকরণ, চিকিৎসাসেবার উন্নতি, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/জে আই