দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর মতিঝিল এলাকায় মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (৮ডিসেম্বর) রাতে এই মশাল মিছিলটি করেন তারা। আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিল শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে সরকারের পদত্যাগ, বর্তমান তপশিল বাতিল এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে নানাবিধ শ্লোগান দেন তারা। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা মিছিলটি মতিঝিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্না, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সোবাহান, গেন্ডারিয়া থানা শ্রমিক দলের আহবায়ক ইয়াসিন, ছাত্রদল ঢাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শাহিন, ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি তৌকির আহমেদ হৃদয়, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির হোসেন, সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফ আহমেদ হিমু, গেন্ডারিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ৩৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সোয়েব, ৩৯নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রুবেল, ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা দীপ্ত, তুষার, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রনেতা আব্দুল্লাহ, আল-আমিন, ওয়ারী থানার ছাত্রনেতা ইমন, আকাশসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
বার্তা বাজার/জে আই