ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘জাতীয় পার্টি জাতির জন্য একটি বিষফোঁড়া’। শুক্রবার (৮ ডিসেম্বর) তফসিল বাতিলের দাবিতে বাদ জুম্মা বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তফসিল বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়।
বক্তারা সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন এবং আলোচনার মাধ্যমে নতুন তফসিল ঘোষণার দাবি করেন। নির্বাচনের নামে সরকার একটি পাতানো খেলার আয়োজন করেছে বলেও অভিযোগ তাদের।
৭ জানুয়ারির নির্বাচনে জনগণকে ভোট দিতে না যাওয়ার আহ্বান জানানো হয়। সেই সাথে রবিবার মানবাধিকার দিবসে সেমিনার ও বিজয় দিবসে পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
বার্তা বাজার/জে আই