নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে জহির উদ্দিন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড।
মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার নলচিরা ঘাট থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর শরীর তল্লাশী করে ১০২ পিস ইয়াবা পাওয়া যায়।
জহির উদ্দিন হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের মো: জামাল উদ্দিনের ছেলে। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে ২০২১ সালে ২৯ ডিসেম্বর তাকে ইয়াবাসহ উপজেলা সদর থেকে আটক করা হয়। পরে মামলায় জামিন পেয়ে সে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম। এসময় নলচিরা ঘাটে জহির উদ্দিনকে তল্লাশী করে তার শরীরে ১০২ পিস ইয়াবা পাওয়া যায়।
হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার রফিকুল ইসলাম জানান, জহির উদ্দিনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়েছে। উপকূলীয় এলাকায় মাদক নির্মূল, আইন শৃংখলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড রোধে কোষ্টগার্ড কাজ করে যাচ্ছে।
বার্তাবাজার/এম আই